Thursday, January 22, 2026
spot_img
25.3 C
West Bengal

Latest Update

Mamata Banerjee

Mamata Banerjee | ২০ জুন ‘বাংলা দিবস’ কেন? বিস্ফোরক মমতা

Follow us on :

কলকাতা: ২০ জুন ‘বাংলা দিবস’ পালন করা হবে বলে উত্তরপ্রদেশের বিশেষ সচিব পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগকে একটি চিঠি দিয়েছেন। কে এই তারিখ ঠিক করে দিল, প্রশ্ন তুলেছেন মমতা। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘‘২০ জুন প্রতি রাজ্যের রাজভবনে বাংলা দিবস পালন করা হবে বলে ঠিক করা হয়েছে। এই তারিখ কী ভাবে ঠিক করা হল? দেশ স্বাধীন হয়েছে ১৫ অগস্ট। জুন মাসেরও দু’মাস পর। বাংলার প্রতিষ্ঠা দিবস আপনারা ঠিক করে দেবেন? বিজেপি ইচ্ছা মতো চাপিয়ে দেবে? এটা বাংলাকে চরম অসম্মান বলে মনে করছি। বাংলা দিবস পালন করবে বাংলার সরকার। তা-ও ১ বৈশাখ।’’

 

Entertainment