কলকাতা: কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার মালদহ সফর শেষে মুর্শিদাবাদে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথম প্রতিক্রিয়া জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “খুব ভালো হয়েছে। আমি খুব খুশি। প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে মানবিক দিকটি দেখা হয়েছে। পরিবারগুলিকে বাঁচানো হয়েছে—এতেই আমি খুশি।” তিনি আরও জানান, কথায় কথায় আদালতে যাওয়া ও মানুষের চাকরি কেড়ে নেওয়ার মানসিকতা সরকারের নয়। “আমাদের কাজ চাকরি দেওয়া, খেয়ে নেওয়া নয়,” মন্তব্য মুখ্যমন্ত্রীর।
উল্লেখ্য, বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছিলেন। পরে তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেন এবং বর্তমানে তিনি বিজেপি সাংসদ। তবে এদিন তাঁকে নিয়ে কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। মমতার বক্তব্য, “আমার কারও সম্পর্কে বলার কিছু নেই। প্রাথমিক শিক্ষকরা সুবিচার পেয়েছেন, তাঁদের পরিবার সুরক্ষিত—এটাই যথেষ্ট।”
ডিভিশন বেঞ্চ—বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র—রায়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে ‘বিচারব্যবস্থায় অবাঞ্ছিত হস্তক্ষেপ’ বলে অভিহিত করেন। এই প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী মন্তব্য করতে চাননি। তাঁর কথায়, “বিচারকে আমরা শ্রদ্ধা করি। বিচার বিচারের মতো চলবে। চাকরিরত ভাই-বোনেরা চাকরি ফিরে পেয়েছেন—এতেই আমি খুশি।”




