স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিক্সের আগে শুটিংয়ে ভারতের পদক সংখ্যা ছিল চার। আর শুধু এ বারের অলিম্পিক্সেই শুটিং থেকে এখনও পর্যন্ত তিনটি পদক পেয়েছে ভারত। সেই সঙ্গে নয়া রেকর্ডের অপেক্ষায় দিন গুনছিল ভারত। মনু ভাকের (Manu Bhaker) ২টি পদক জেতার পর ৩টি পদক হলেই, প্রথম ভারতীয় হিসেবে নয়া রেকর্ড গড়তেন মনু। কিন্তু সেই রেকর্ড আর হলো না।
মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করলেন ২২ বছরের শুটার। তৈরি করতে পারলেন না নতুন ইতিহাস। ভাল শুরু করেও অষ্টম সিরিজের ব্যর্থতায় পদক হাতছাড়া হল মনুর। অষ্টম রাউন্ডের পর মনু এবং হাঙ্গেরির ভেরোনিকা মেজর দু’জনেরই পয়েন্ট ছিল ২৮। টাইব্রেকারে পারলেন না মনু। পাঁচটি শটের তিনটিতেই লক্ষ্যে গুলি ছুড়তে পারেননি ভারতীয় শুটার। চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভেরোনিকা। এই ইভেন্টে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার জিন ইয়াং। রুপো পেলেন ফ্রান্সের ক্য়ামিলে জেদজেজস্কি।