ওয়েব ডেস্ক: বুধবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলের ছবি বদলেছেন মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। ফেসবুকে যে চশমা পরা ছবিটি তিনি দিয়েছেন, সেটা যেমন-তেমন চশমা নয়। ভাবছেন তো এই চশমার বিশেষত্ব কী? তাহলে একটু খুলেই বলা যাক।
২০২৩ সালের সেপ্টেম্বরেই ওই চশমার খবর জানিয়েছিল ফেসবুক-হোয়াট্সঅ্যাপ-ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা। প্রকাশ করেছিল স্মার্ট চশমা! স্মার্টফোনের মতোই।
কী কী সুবিধা আছে?
*স্মার্ট চশমাতেও আছে ক্যামেরা, স্পিকার, মাইক্রোফোন
*আছে এআই প্রযুক্তি, প্রসেসর, আরও অনেক কিছু। যার সাহায্যে পকেট বা ব্যাগের ভিতর থেকে ফোন না বার করেও অনায়াসে হোয়াট্সঅ্যাপ বা মেসেঞ্জারে বার্তা পাঠানো যাবে শুধু চশমার সাহায্যে
*এমনকি, চশমা তার ‘মালিক’-এর হয়ে বহু তথ্য মনেও রাখবে। যে তথ্য কাজে লাগতে পারে ভবিষ্যতে।
*দুর্গম রাস্তায় আগাম ঝুঁকির ব্যাপারে সাবধান করা থেকে শুরু করে কোথায় ভাল খাবার পাওয়া যাবে— এমনকি, বিজাতীয় ভাষা শুনে ভাষান্তর করে কানে পৌঁছেও দিতে পারবে।
প্রায় এক বছর আগে আত্মপ্রকাশ করলেও মেটার স্মার্ট চশমায় আধুনিক এআই প্রযুক্তির অনেক সুবিধাই এর আগে ছিল না। মেটা তাদের ‘কানেক্ট ২০২৪’-এ জানিয়েছে, তারা ওই চশমার নতুন সংস্করণে এআই প্রযুক্তিকে নানা ভাবে ব্যবহার করেছে।