স্পোর্টস ডেস্ক: ফর্মে না থাকা অধিনায়ক রোহিত শর্মা দলের স্বার্থে সরে দাঁড়ালেও পারল না ভারত। অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে সিরিজ হারল ভারতীয় দল। ২০১৪-১৫ মরসুমের পর প্রথম বার বর্ডার-গাভাস্কর ট্রফি (BGT) জিতল অস্ট্রেলিয়া।
তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল ৬ উইকেটে ১৪১ রানে। কিন্তু তারপর আর বেশি দূর এগোতে পারেনি ভারত। রবিবার সকালে পর পর আউট হয়ে গেলেন রবীন্দ্র জাদেজা (১৩), ওয়াশিংটন সুন্দর (১২), মহম্মদ সিরাজ (৪) এবং বুমরাহ (শূন্য)। ১৫৭ রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পর জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৬২ রান। যা ৪ উইকেটেই তুলে নেয় অস্ট্রেলিয়া। অজিরা সিডনি টেস্ট জিতে নেয় ৬ উইকেটে।
বুমরাহহীন ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে ১৬২ রানের লক্ষ্যে পৌঁছতে বড় সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। তবু সিডনির ২২ গজে সহজ লক্ষ্যে পৌছতেও হোঁচট খেতে হয়েছে কামিন্সের দলকে। বুমরাহের অভাব ঢাকতে পারল না ভারতীয় দল। ম্যাচ শেষে বুমরা বললেন, ‘‘খুব হতাশ লাগছে। কিন্তু কখনও কখনও শরীরের কথা ভাবতেই হয়। শরীরের বিরুদ্ধে লড়াই করা যায় না। ইচ্ছা না থাকলেও তাই মেনে নিতে হয়। এই সিরিজে বোলিং খুব উপভোগ করেছি। রবিবারও বল করতে পারলে ভাল লাগত। কিন্তু প্রথম ইনিংসের পর থেকে একটা অস্বস্তি হচ্ছিল। সকালেও কথা বলি সংশ্লিষ্টদের সঙ্গে। সতীর্থদের উপর অবশ্য ভরসা ছিল। প্রথম ইনিংসে আমাদের অন্য বোলারেরাও বেশ ভাল বল করেছে।’’