কলকাতা: ফেব্রুয়ারি থেকেই রাজ্যে শুরু হয়ে গেছে গরমের দাপট। এপ্রিল (April) মাসে তা থেকে অব্যাহতি পাওয়া যাবে এমন সম্ভাবনা কমই। প্যাচপ্যাচে গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। তবে এরই মাঝেই কিছুটা হলেও স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টি (Rain) চলবে বলেই জানানো হয়েছে। বলা হয়েছিল মঙ্গলবার থেকেই তিলোত্তমায় নামবে ঝেঁপে বৃষ্টি, কিন্তু সেগুড়ে বালি। এখনও বৃষ্টির ছিটে ফোঁটারও দেখা মেলেনি। তবে বৃষ্টির আভাসে আবহাওয়ার কিছুটা হলেও পরিবর্তন ঘটেছে। ভোরবেলায় মনরোম আবহাওয়ার যেমন অনুভব হচ্ছে, রাতেও বেশকিছুটা আরামদায়ক হচ্ছে বাইরের তাপমাত্রা। সপ্তাহান্তে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির পূর্বাভাসের জন্যই কিছুটা রেহাই মিলছে, বৃষ্টির দিন ফুরলেই, আবারও প্রবল দাবদাহ ‘কামব্যাক’ করবে।
উল্লেখ্য, আজ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কলকাতা আর রাজ্যের বিভিন্ন প্রান্তে মেঘলা আকাশ। ঝড়-বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া বলেও জানা গিয়েছে। আজ থেকে রাজ্যজুড়ে যেই বৃষ্টি শুরু হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার সেই পরিমাণ বাড়বে বলেই জানা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এবং সোমবারও। তবে বৃষ্টি হলেই যে স্বস্তি মিলবে তা কিন্তু নয়। গরম বেশখানিকটাই অনুভূত হবে বলে জানা যাচ্ছে। বৃষ্টির কারণে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩।