স্পোর্টস ডেস্ক: শেষ পর্যায়ে এসে পড়েছে উইম্বলডন ২০২৫ (Wimbledon 2025)। মেয়েদের সিঙ্গলসে ফাইনালে উঠেছেন ইগা শিয়াতেক এবং আমান্ডা অ্যানিসিমোভা। শনিবার এই দুজনের দ্বৈরথের পরেই জানা যাবে, এ বছর উইম্বলডনের রানি কে। তবে তার আগে আজ শুক্রবার রয়েছে দুটি ধুন্ধুমার খেলা। পুরুষদের সিঙ্গলসে একদিকে টেলর ফ্রিৎজ (Taylor Fritz) বনাম কার্লোস আলকারাজ (Carlos Alcaraz), অন্যদিকে ইয়ানিক সিনার (Jannik Sinner) বনাম নোভাক জোকোভিচ (Novak Djokovic)।
ভারতীয় সময় সন্ধে ৬টায় পঞ্চম বাছাই ফ্রিৎজের সামনে দ্বিতীয় বাছাই আলকারাজ। সন্ধে ৭.৪০-এ শীর্ষ বাছাই সিনারের বিরুদ্ধে ষষ্ঠ বাছাই তথা ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। রেকর্ড ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম পেতে আরও দুটো ‘পাহাড়’ চড়তে হবে সার্বিয়ান টেনিস তারকাকে। ৩৮ বছর বয়সি জোকোভিচ কেরিয়ারের সায়াহ্নে এসে পড়েছেন। সম্ভবত পেশাদার টেনিসে এটাই তাঁর শেষ মরসুম।
ছেলেদের মধ্যে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম রেকর্ড কিন্তু পুরুষ মহিলা মিলিয়ে নয়। কারণ মার্গারেট কোর্টও (Margaret Court) ২৪টি খেতাব জিতেছেন। শীর্ষস্থানে একা বিরাজ কিরতে তাই আরও একটা শিরোপা জোকোভিচের চাই। এই টুর্নামেন্ট শুরুর জোকোভিচ জানিয়েছিলেন, ২৫তম খেতাব জেতার এটাই সবথেকে বড় সুযোগ। কারণ উইম্বলডনের ঘাসের কোর্টে তিনি স্বচ্ছন্দ, এখানে তাঁর সাফল্য বেশি। সবথেকে বেশি আটবার উইম্বলডন জিতেছেন রজার ফেডেরার, জোকোভিচ জিতেছেন সাতবার।
তবে ঘাসের কোর্ট হলেও বিশ্বের এক নম্বর সিনারকে হারানো খুবই কঠিন কাজ। সার্বিয়ান টেনিস তারকা এ ম্যাচে পিছিয়ে থেকেই শুরু করবেন। একইভাবে আলকারাজের বিরুদ্ধে পিছিয়ে থেকে শুরু করবেন ফ্রিৎজ। সবকিছু প্রত্যাশা অনুযায়ী হলে আরও একটা গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল সিনার বনাম আলকারাজ হতে চলেছে। আগামী একটা দশক এই দুজনেরই দ্বৈরথ দেখতে চলেছে টেনিস দুনিয়া।
Taylor. Carlos. Jannik. Novak 🍿
Who will advance to Sunday’s finale? 🏆#Wimbledon
— Wimbledon (@Wimbledon) July 11, 2025