Wednesday, October 8, 2025
spot_img
32.1 C
West Bengal

Latest Update

Mira Bai Chanu

Mira Bai Chanu | ওয়ার্ল্ড ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন মীরাবাঈ চানু

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ভারতের ওলিম্পিক (Olympic) পদকজয়ী ওয়েটলিফটার (Weight Lifter) মীরাবাই চানু (Mira Bai Chanu) ২০২৫ সালের বিশ্ব ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে রূপালি পদক অর্জন করেছেন। উর্ধ্বতন ওজন বিভাগে তাঁর এই সাফল্য দেশের ক্রীড়াজগতে গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

চানু কড়া প্রতিযোগিতার মধ্যে উত্তেজনাপূর্ণ লিফট প্রদর্শন করেন এবং শেষ পর্যন্ত দ্বিতীয় স্থান অধিকার করেন। প্রশিক্ষকরা জানিয়েছেন, ধারাবাহিক অনুশীলন এবং কঠোর পরিশ্রমই এই সাফল্যের মূল চাবিকাঠি।

দেশজুড়ে ক্রীড়াপ্রেমীরা সামাজিক মাধ্যমে চানুর এই সাফল্য উদযাপন করেছেন। তাঁর এই পদক ভারতের আন্তর্জাতিক ওয়েটলিফটিং দলে শক্ত অবস্থান তৈরি করবে।

Entertainment