Thursday, January 22, 2026
spot_img
26.6 C
West Bengal

Latest Update

Monsoon Update | তুমুল বর্ষা! ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৯ জেলা

Follow us on :

ওয়েব ডেস্ক: গত কয়েক দিনের বিরতির পরে আবারও সক্রিয় হচ্ছে বর্ষা (Monsoon Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের শুরু হতে চলেছে বৃষ্টি। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনা রয়েছে। এমনকি আগামী সপ্তাহ জুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস জারি করা হয়েছে রাজ্যের একাধিক জেলায়।

আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ অঞ্চলটি আপাতত শক্তি হারিয়ে পশ্চিম দিকে সরে গেলেও সক্রিয় রয়েছে বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এরই প্রভাবে আগামী ক’দিন ধরে রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতায় (Kolkata Weather) রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও এই গতিবেগ পৌঁছতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত।

এদিকে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদে রবিবার এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় টানা ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও (North Bengal Weather) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দুই দিনাজপুর ও মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে শনিবার ও রবিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Entertainment