কলকাতা: ‘দানা’র প্রভাব পড়তে পারে এ রাজ্যেও। সে কারণে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, ‘দানা’র প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে (Train Cancel On Cyclone)। শুধু তাইই নয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বেশ কিছু শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল।
পাশাপাশি শিয়ালদা দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। একইভাবে শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখায় ১৪ ঘণ্টা লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতের দিকে শিয়ালদার ডিভিশনার রেলওয়ে ম্যানেজার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে (ফেসবুক এবং এক্স) জানানো হয়েছে যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিয়ালদা ডিভিশনে ১৬০টির মতো লোকাল ট্রেন বাতিল থাকবে। সেগুলি সিংহভাগই শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ছাড়ে। সেইসঙ্গে যে সময় ঘূর্ণিঝড়ের উপকূল পার হওয়ার কথা আছে, সেইসময় শিয়ালদা দক্ষিণ এবং শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ওই ১৪ ঘণ্টা বাদ দিয়ে আর কোনও বাতিল ট্রেন বাতিল থাকবে কিনা, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।
এছাড়া ২৩, ২৪ এবং ২৫ অক্টোবর একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। ২৩ তারিখ বাতিল করা হয়েছে মোট ১৮টি ট্রেন। ২৪ অক্টোবর বাতিল থাকছে ৩৭ টি ট্রেন। এবং ২৫ অক্টোবার বাতিল করা হয়েছে মোট ১১ টি ট্রেন। এই তিন দিন কোন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে, দেখুন একনজরে।
কী কী ট্রেন বাতিল দেখে নিন একনজরে-