ওয়েব ডেস্ক: মোবাইল ফোনের দাপটে পড়ার অভ্যাস ক্রমশ হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে ‘ভারচুয়াল’ দুনিয়াই হয়ে উঠছে ‘একচুয়াল’ পৃথিবী। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের মধ্যে বই ও সংবাদপত্র (Newspaper) পড়ার আগ্রহ ফেরাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। রাজ্যের সমস্ত স্কুলে খবরের কাগজ পড়া ও পড়ানো বাধ্যতামূলক করা হয়েছে।
রাজস্থান সরকারের শিক্ষা দপ্তর ৩১ ডিসেম্বর একটি নয়া নির্দেশিকা জারি করে জানিয়েছে, প্রতিটি স্কুলে অন্তত দু’টি করে দৈনিক সংবাদপত্র রাখতে হবে। ছাত্রছাত্রীদের সেই কাগজ পড়তে দিতে হবে এবং প্রয়োজনে পড়ে শোনাতে হবে। প্রতিদিনের খবর নিয়ে শিক্ষকরা পড়ুয়াদের সঙ্গে আলোচনা করবেন। উল্লেখযোগ্য ভাবে, এর আগে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার একই ধরনের উদ্যোগ নিয়েছিল।
নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল শুরুর সময় প্রতিদিন অন্তত ১০ মিনিট ছাত্রছাত্রীদের সংবাদপত্র পড়ার জন্য বরাদ্দ করতে হবে। সরকারের মূল লক্ষ্য পড়ুয়াদের শব্দভান্ডার সমৃদ্ধ করা, পড়ার অভ্যাস গড়ে তোলা এবং আশপাশের ঘটনা ও সাম্প্রতিক বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান বৃদ্ধি করা। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের মানসিক প্রস্তুতিও এই উদ্যোগের অংশ।
শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিদিনের সংবাদপত্র থেকে অন্তত পাঁচটি নতুন শব্দ বেছে নিয়ে তার অর্থ ছাত্রছাত্রীদের বোঝাতে। এতে ভাষাগত দক্ষতা বাড়বে বলে মনে করছে সরকার। প্রতিদিন সকালে একটি সর্বভারতীয় সংবাদপত্র পড়ে শোনাতে হবে। খেলার খবরের পাশাপাশি আন্তর্জাতিক খবরের দিকেও নজর দিতে বলা হয়েছে। উচ্চ শ্রেণির পড়ুয়াদের জন্য সম্পাদকীয় পাতার লেখা পড়াও বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারি নির্দেশ অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে হিন্দি ও ইংরেজি—দু’টি করে দৈনিক সংবাদপত্র রাখতে হবে। উচ্চপ্রাথমিক স্কুলে থাকবে অন্তত দু’টি হিন্দি দৈনিক। ইংরেজি মাধ্যম স্কুলগুলিতেও একই নিয়ম প্রযোজ্য হবে। সংবাদপত্রের সমস্ত খরচ বহন করবে জয়পুরের রাজস্থান স্কুলশিক্ষা সংসদ।




