Wednesday, March 12, 2025
spot_img
34.7 C
West Bengal

Latest Update

Nora Fatehi

Nora Fatehi | কাটআউট ড্রেসে মোহময়ী নোরা ফতেহি

Follow us on :

ওয়েব ডেস্ক: সুপার বোল্ড নোরা (Nora Fatehi Looking Bold)। নাচের মাধ্যমে দর্শকের বুকে ঝড় তোলেন নোরা ফতেহি (Nora Fatehi)। এবার বেশ কিলার অ্যাপিয়ারেন্সে ধরা দিলেন তিনি। সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

নোরা নাচ, তাঁর বোল্ড অ্যাপিয়ারেন্সে দর্শক থেকে অনুরাগীরা সকলেই মেতে থাকেন। কোনও ছবিতে নোরা আইটেম নম্বর থাকলে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হতে বেশি সময় নেয় না। বারবার সাহসী অবতারে ধরা দিয়েছিল অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কিছু ছবি এবং ভিডিও দেন নোরা ফতেহি। যেখানে তাঁকে ফ্যাশনেবল আউটফিটের বোল্ড আউটফিটে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা নোরা ফতেহিকে তাঁর নতুন ফোটোশ্যুটের ছবি এবং ভিডিও পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। হল্টারনেক ব্ল্যাক বোল্ড কালো গাউনে ফটোশ্যুট করেছেন নোরা ফতেহি। শরীরকে আঁকড়ে থাকা পোশাক পরেছেন নোরা। কাটআউট ড্রেসে নজরকাড়া নোরা। বোল্ড অবতারে নায়িকার সাজ পুরুষ মনে ঝড় তুলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

Entertainment