দ্রাস: বিজয় দিবসের (Kargil Vijay Diwas) ২৫ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) গিয়েছেন কার্গিলের দ্রাসে। দ্রাসে দাঁড়িয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরাসরি পাকিস্তানকে আক্রমণ করে মোদি বলেন, নাশকতা ছড়িয়ে এখনও ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান। মোদির কড়া বার্তা, “আজ আমি এমন একটা জায়গা থেকে কথা বলছি, যেখান থেকে সন্ত্রাসের প্রভুরা সরাসরি আমার কথা শুনতে পাবে। নাশকতার পৃষ্ঠপোষকদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, তোমাদের ষড়যন্ত্র কোনওদিন সফল হবে না। উলটে আমাদের সেনা সমস্ত জঙ্গিদের গুঁড়িয়ে দিয়ে শত্রুর মুখে যোগ্য জবাব দেবে।”
উল্লেখ্য, গত দেড় মাসের মধ্যে একাধিকবার কাশ্মীরে সেনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। তাতে শহিদ হয়েছেন ভারতীয় জওয়ানরা।