Wednesday, July 30, 2025
spot_img
27.1 C
West Bengal

Latest Update

Draupadi Murmu

Draupadi Murmu | Dakshineswar Temple | দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি

Follow us on :

কলকাতা: দক্ষিণেশ্বর মন্দিরের গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। সেখানে গিয়ে মা ভবতারিণীকে (Dakshineswar Temple) পুজো দিলেন তিনি। রাষ্ট্রপতি সফরকে কেন্দ্র করে মন্দিরকে কালী পুজোর রাতের মত বাহারী আলোয় ঝলমলে করে তোলা হয়। সূত্রের খবর, সড়কপথে এদিন বিকেলে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছন রাষ্ট্রপতি। প্রথমেই তিনি মা ভবতারিণী মন্দিরের গর্ভগৃহে যান। রাষ্ট্রপতির দেওয়া ফুলের মালা মা ভবতারিণীকে উৎসর্গ করেন সেবায়েতরা। এরপরই মা ভবতারিণীর উদ্দেশ্যে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করেন রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে ইতিশ্রী মুর্মু।

বুধবার সকালে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমেই যান কল্যাণীর এইমসে। সেখানে সমাবর্তনে যোগ দেন তিনি। শংসাপত্র তুলে দেন তিন ছাত্রের হাতে। সূত্রের খবর, কল্যাণীর অনুষ্ঠান শেষে দক্ষিণেশ্বর মন্দিরে যান তিনি। সেখানে রাষ্ট্রপতি সম্মান জানানো হয়।

বুধবার রাতে রাজভবনে থাকবেন রাষ্ট্রপতি। আগামিকাল একটি বৈঠকে যোগ দেবেন তিনি। তারপর দুপুরে রওনা হবেন ঝাড়খণ্ডের উদ্দেশে।

Entertainment