Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Price Hike

Price Hike | একটা সিগারেটের দাম হচ্ছে ৭২ টাকা, আর কী কী নেশার জিনিসের দাম বাড়ছে?

Follow us on :

ওয়েব ডেস্ক: নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ পড়তে চলেছে। পান, বিড়ি ও সিগারেট-সহ তামাকজাত পণ্যের দাম বাড়ানোর (Price Hike) সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন দাম কার্যকর হবে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এতদিন ‘সিন গুডস’ অর্থাৎ সিগারেট ও তামাকজাত পণ্যের উপর যে কমপেনসেশন সেস বসত, তা প্রত্যাহার করা হচ্ছে। তার বদলে বিদ্যমান জিএসটির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। ফলে ১ ফেব্রুয়ারি থেকে পান মশলা, সিগারেট ও তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি বসবে। তবে বিড়ির ক্ষেত্রে জিএসটি ধার্য করা হয়েছে ১৮ শতাংশ।

এছাড়াও পান মশলার উপর বসছে স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস। তামাক ও তামাকজাত পণ্যের উপর আরোপ করা হবে অতিরিক্ত আবগারি শুল্ক। অর্থ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, জর্দা মেশানো তামাক ও গুটখা প্যাকেট তৈরির যে মেশিন ব্যবহার করা হয়, সেগুলির উপরেও শুল্ক বসানো হবে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বর মাসে লোকসভা ও রাজ্যসভায় এই সংক্রান্ত দুটি বিল পাশ হয়। সেই অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে কমপেনসেশন সেস উঠে গিয়ে নতুন শুল্ক কাঠামো চালু হচ্ছে। নতুন নিয়মে প্রতি এক হাজার সিগারেট স্টিকে আবগারি শুল্ক যেখানে আগে ২০০ থেকে ৭৩৫ টাকা ছিল, তা বেড়ে হতে চলেছে ২,৭০০ থেকে ১১,০০০ টাকা।

চিবানো তামাকের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে বেড়ে ১০০ শতাংশ, হুক্কা তামাকে ৪০ শতাংশ শুল্ক বসবে। স্মোকিং মিক্সচারের ক্ষেত্রে শুল্ক পাঁচ গুণ বেড়ে ৬০ শতাংশ থেকে ৩০০ শতাংশে পৌঁছবে।

এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে বাজারদরে। সূত্রের খবর, ৭০ টাকার সিগারেটের প্যাকেট বেড়ে প্রায় ১০০ টাকা হতে পারে। ১০ টাকার পান মশলার দাম পৌঁছতে পারে ১৪–১৫ টাকায়। এমনকি যে সিগারেটের প্রতি পিসের দাম এখন ১৮ টাকা, তা এক ধাক্কায় বেড়ে ৭২ টাকা পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Entertainment