মালদহ: বিদ্যুৎ বিভ্রাট। তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারপরই পাল্টে গেল পরিস্থিতি। এই ঘটনা মালদহের (Protest in Maldah)।
অভিযোগ, পুলিশকে ঘরবন্দি করে মারধর করেছেন বিক্ষোভকারীরা। আক্রান্ত হয়েছেন আইসি-সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী। অবরোধকারী ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। কী কারণে গুলি চালাতে হল পুলিশকে, তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে নবান্ন।
জানা গিয়েছে, মানিকচকের কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বিদ্যুৎ পরিষেবা অত্যন্ত খারাপ বলে অভিযোগ। জানা যাচ্ছে, প্রায় ২০ টি গ্রামে প্রত্যেকদিন সন্ধ্যার পর থেকে কারেন্ট চলে যায়। পরের দিন বেলায় বিদ্যুৎ আসে। ফের সন্ধ্যা বেলা থেকেই গোটা গ্রাম অন্ধকার। অভিযোগ, এইভাবে বেশ কিছুদিন ধরেই এই ঘটনা ঘটছে। আগে বিদ্যুৎ দফতর, ব্লক প্রশাসনে যোগাযোগও করেছেন গ্রামবাসীরা। কিন্তু পরিস্থিতি বদলায়নি। শেষমেশ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।