Thursday, March 13, 2025
spot_img
20.3 C
West Bengal

Latest Update

Paris Olympics 2024

সেরা সম্মান, গর্বিত পিভি সিন্ধু কী বললেন পড়ুন

ভারতের দুই পতাকাবাহী- পিভি সিন্ধু এবং শরৎ কমল

Follow us on :

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতের দুই পতাকাবাহী- পিভি সিন্ধু (PV Sindhu) এবং শরৎ কমল (Sharath Kamal)। আর পতাকাবাহকের দায়িত্ব পেয়ে তিনি যে কতটা গর্বিত, তা উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগেই বলেছিলেন সিন্ধু। ভারতের পতাকা হাতে ইনস্টাগ্রামে নিজের একটা ছবি দিয়ে ভারতের কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় লেখেন, ‘‘লক্ষ লক্ষ মানুষের সামনে জাতীয় পতাকা হাতে নিতে পারাটা আমার জীবনের অন্যতম সেরা সম্মান।’’

সিন্ধুর পাশাপাশি পুরুষ পতাকাবাহক হিসেবে ছিলেন টেবল টেনিস তারকা শরৎ কমল। তিনি বলেছেন, ‘‘গত তিন-চার মাস ধরে এই মুহূর্তটার অপেক্ষা করে আছি। এই দৃশ্যটা কল্পনা করে গিয়েছি।’’ শরৎ আরও বলেছিলেন, ‘‘যত ওই মুহূর্তটা সামনে আসছে, তত আমি উত্তৈজিত হয়ে পড়ছি। আরও ভাল লাগছে সিন্ধুর সঙ্গে এই দায়িত্বটা ভাগ করে নিতে পেরে।’’

Entertainment