Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Rahul Gandhi

গাড়ি থেকে নেমে জুতো সেলাই শিখলেন রাহুল গান্ধী!

ঘটনার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে কংগ্রেসের তরফে

Follow us on :

ওয়েব ডেস্ক: আদালতে যাওয়ার পথে কংগ্রেস সাংসদ তথা লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) গাড়ি থেমে গেল এক দোকানের সামনে। শুক্রবার হঠাৎ গাড়ি থেকে নেমে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী হাজির হলেন এক জুতো সারাইয়ের দোকানে। হ্যাঁ, একদম এই ঘটনাই ঘটেছে।

কিন্তু তারপর কী হল?

জানা গিয়েছে, রাহুল গান্ধীর গাড়ি নিজের দোকানের পাশ থেকে যাবে জানতে পেরে আগে থেকেই রাস্তায় দাঁড়িয়ে ছিলেন পেশায় চর্মকার উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা রাম চৈত। রাহুলের গাড়ি আসছে দেখে রাস্তায় এসে হাত দেখিয়ে সেই গাড়ি দাঁড় করান রাম। এই পরিস্থিতিতে গাড়ি থেকে নেমে আসেন খোদ রাহুল গান্ধী। কথা বলেন পেশায় চর্মকারের ওই ব্যক্তির সঙ্গে। সেই ঘটনার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে কংগ্রেসের তরফে। যার উপরে ক্যাপশনে লেখা হয়েছে ‘জননায়ক’।

অন্তত আধ ঘণ্টা ওই ব্যক্তির বাড়িতে ছিলেন রাহুল। রাহুলকে কাছে পেয়ে নিজের অভাবের কথা বলেন ওই ব্যক্তি। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাম বলেন, ‘‘আমি তাঁকে (রাহুল গান্ধী) বলেছি, আমরা আর্থিক ভাবে কতটা পিছিয়ে রয়েছি। দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয়। তাঁর কাছে সাহায্য চেয়েছিলাম। আমি তাঁকে দেখিয়েছি কী ভাবে আমি জুতো মেরামত করি।’’

Entertainment