Monday, June 30, 2025
spot_img
29 C
West Bengal

Latest Update

Rain Update

Rain Update | প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, কখন থেকে শুরু হবে?

Follow us on :

কলকাতা: বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হচ্ছে নিম্নচাপ (Low Pressure in Bay of Bengal)। হাওয়া অফিস জানিয়েছে এর জেরে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রয়েছে বৃষ্টির সম্ভবনা (West Bengal Rain Forecast)।

জানা গিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করেছে নিম্নচাপটি। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খন্ড ও উত্তর ওড়িশার দিকে এগোবে।

পাশাপাশি, এদিন দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির (Rain Update) সম্ভবনা। সঙ্গে  ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। সোমবার  ও মঙ্গলবার এর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বুধ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

অপরদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক প্রশ্ন সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস।

মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা। বাংলার উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের।

Entertainment