কলকাতা: টানা বৃষ্টিতে (Rain) নাজেহাল অবস্থা বাংলার মানুষের। এখন সবারই প্রশ্ন কতদিন চলবে এই বৃষ্টি? তাই জেনে নেওয়া যাক আবহাওয়া দফতর কী জানাচ্ছে।
হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ উপকূল থেকে সেই নিম্নচাপ ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরেছে। শনিবার কলকাতার কাছে দিয়ে তা পশ্চিমের জেলাগুলির দিকে চলে গিয়েছে। তবে তা সত্ত্বেও রবিবার সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গে। আগামী ২২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। তবে দুর্যোগের এই ঘন কালো মেঘ কেটে যাবে। অন্যদিক, ২২ সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। তবে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই।
আজ অর্থাৎ সোমবার থেকে কলকাতা এবং আশেপাশের এলাকার তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানা গিয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর সর্বোচ্চ পারদ ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এরপর ১৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত তিলোত্তমায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই। এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।