Saturday, November 15, 2025
spot_img
20.8 C
West Bengal

Latest Update

Ravindra Jadeja

Ravindra Jadeja | হলুদ জার্সিতে আর দেখা যাবে না জাদেজাকে

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বহু দিন ধরে চলা জল্পনার অবসান ঘটল। অবশেষে সরকারি ভাবে ঘোষণা করল আইপিএল কর্তৃপক্ষ— চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি আর পরতে দেখা যাবে না রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)। দীর্ঘ ১৬ বছর পর পুরনো ঘর রাজস্থান রয়্যালসে ফিরে যাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তাঁর বদলে রাজস্থান থেকে চেন্নাইয়ে যোগ দিচ্ছেন দলের প্রাক্তন অধিনায়ক সঞ্জু স্যামসন।

আইপিএল কর্তৃপক্ষ সরকারি ভাবে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “সঞ্জু স্যামসন এ বার চেন্নাই সুপার কিংস দলের প্রতিনিধিত্ব করবেন। ১৮ কোটি টাকায় সিএসকে-তে যোগ দিয়েছেন তিনি। বাণিজ্যিক চুক্তি অনুযায়ী চেন্নাই থেকে রাজস্থানে যাচ্ছেন রবীন্দ্র জাডেজা। তাঁর বেতন ১৮ কোটি থেকে কমে ১৪ কোটি টাকা করা হয়েছে। এছাড়া ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনকে ছেড়ে দিয়েছে চেন্নাই। তিনি ২ কোটি ৪০ লক্ষ টাকায় যোগ দিচ্ছেন রাজস্থানে।”

রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সঞ্জু স্যামসন। ২০২১ সালে তাঁকে দলের অধিনায়ক করা হয়। চোটের কারণে গত মরসুমে নিয়মিত হতে পারেননি— ৯ ম্যাচে করেছিলেন ২৮৫ রান।

অন্যদিকে, ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে অভিষেক হয়েছিল রবীন্দ্র জাডেজার। রাজস্থানের হয়ে খেলেছেন ২৭টি ম্যাচ— করেছেন ৪৩০ রান এবং নিয়েছেন ৬টি উইকেট। ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসের নিয়মিত সদস্য ছিলেন তিনি।

Entertainment