Tuesday, July 1, 2025
spot_img
26.4 C
West Bengal

Latest Update

Gary Kirsten

Gary Kirsten | পাকিস্তানের কোচের পদ থেকে সরলেন কার্স্টেন

Follow us on :

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ওয়ান ডে দলের কোচের পদ থেকে সরে গিয়েছেন গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি, যা পরে গৃহীত হয়েছে।

জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের দল ঘোষণার সময় বা মহম্মদ রিজওয়ানকে সীমিত ওভারের অধিনায়ক ঘোষণার সময় পাকিস্তানে ছিলেনই না কার্স্টেন। তাঁর কোনও মতামত নেওয়ারও চেষ্টা করা হয়নি। বোর্ডের একাধিক কর্তার সঙ্গে আগে তাঁর ঝামেলাও হয়েছে। নির্বাচক কমিটির প্রভাব বোর্ডে এখন এতটাই বেড়ে গিয়েছে যে কোচেরা কোনও পাত্তাই পাচ্ছেন না। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেনের তা পছন্দ নয়। সেই কারণেই নাকি কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন গ্যারি কার্স্টেন।

Entertainment