স্পোর্টস ডেস্ক: এরকম ঘটনা আজ পর্যন্ত কেউ দেখেছেন কি না মনে করতে পারছেন না। বিপক্ষ দলের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ব্যাটার। নেটমাধ্যমে একটা কথা এখন ভাইরাল- পন্থ হ্যায় তো সবকুছ মুমকিন হ্যায়। হ্যাঁ, যা পড়ছেন ঠিক সেটাই হয়েছে, ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের তৃতীয় দিনে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পন্থের বাংলাদেশের ফিল্ডিং সাজানোর ভিডিয়ো। সেখানে দেখা যায়, ঋষভ পন্থ (Rishabh Pant ) ব্যাট হাতে নিয়ে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে ফিল্ডিং সাজিয়ে দিচ্ছিলেন। স্টাম্প মাইকে পন্থের কথা শোনা যায় পরিষ্কার। তিনি বলেন, ‘আরে এখানে একজনকে দাও, আর এক ফিল্ডার এখানে দাও। মিড উইকেটে একজনকে রাখো।’ পন্থের কথা শুনে শান্ত সেই জায়গায় ফিল্ডার সেট করেও দেন।
দেখুন সেই ভিডিও-
Always in the captain’s ear, even when it’s the opposition’s! 😂👂
Never change, Rishabh Pant! 🫶🏻#INDvBAN #IDFCFirstBankTestSeries #JioCinemaSports pic.twitter.com/PgEr1DyhmE
— JioCinema (@JioCinema) September 21, 2024