Friday, March 14, 2025
spot_img
22.2 C
West Bengal

Latest Update

Rohit Sharma

Rohit Sharma | দেশের মাটিতে ২৪ বছর পর হোয়াইটওয়াশ, হারের কারণ জানালেন রোহিত

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই বিপর্যয়ের প্রধান কারণ হিসাবে ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কোন কোন ভুলের জন্য ০-৩ ব্যবধানে সিরিজ হারতে হল তাও বলার চেষ্টা করেছেন ম্যাচের পর। অবশ্য এই হারের দায় নিজের কাঁধেই নিয়েছেন অধিনায়ক। রোহিত জানিয়েছেন, ‘‘অধিনায়ক হিসাবে এটাই আমার সবচেয়ে খারাপ সিরিজ। বেশ কয়েকটা সিদ্ধান্ত ভুল নিয়েছি। অধিনায়ক হিসাবে নিজের সেরাটা দিতে পারিনি। এই ব্যর্থতার দায় নিচ্ছি।’’

সাংবাদিক বৈঠকে হারের জন্য আর কী কী কারণ জানালেন রোহিত? দেখে নেওয়া যাক-

‘‘এই সিরিজে আমরা প্রচুর কৌশলগত ভুল করেছি। বেশ কিছু বিষয় আমাদের পক্ষে আসেনি। এত ভুল হলে জেতা যায় না। আমাদের ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে। দল হিসাবে আমরা ব্যর্থ।’’

‘‘আমাদের বোলরেরা চেষ্টা করেছে। কিন্তু নিউজিল্যান্ড অনেক ভাল বোলিং করেছে। পিচকে কাজে লাগিয়েছে ওরা। চেনা পরিবেশ, পিচ পেয়েও আমরা ততটা পারিনি।’’

‘‘এই সিরিজে ব্যাটারেরা রান করতে পারেনি। আমরা চেনা পিচ, পরিবেশে খেলতে পারিনি। প্রথম দু’টেস্টের প্রথম ইনিংসে আমরা বড় রান তুলতে পারিনি। শুভমন গিল, ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দর দেখিয়ে দিয়েছে মুম্বইয়ের পিচে কী ভাবে ব্যাট করা উচিত ছিল। সেটাও পারিনি বাকিরা। জেতার জন্য যথেষ্ট রান করতে হয়। সেটা আমা করতে পারিনি। তাই জিততেও পারিনি। ব্যাটিং ব্যর্থতা অন্যতম কারণ।’’

‘‘আমাদের শট নির্বাচনে অনেক ভুল হয়েছে। তার মূল্য দিতে হয়েছে। কোন বলে কোন শট মারা উচিত, বুঝতে হবে। প্রথম ইনিংসে আমরা ২৮ রানে এগিয়ে ছিলাম। লক্ষ্যে পৌঁছনো অসম্ভব ছিল না। কিন্তু আমরা পারিনি। ভুল শট নির্বাচনই অনেকটাই দায়ী। নিজেও খারাপ ব্যাট করেছি।’’

তবে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে রোহিত আশাবাদী। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘এর পর আমাদের অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে। আমাদের অনেকে ওখানে আগে খেলেছে। অনেকে এই প্রথম খেলবে। সকলের কাছেই পাঁচ টেস্টে এই সিরিজ বড় চ্যালেঞ্জ। তবে পর পর দু’বার আমরা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জিতেছি। সেই আত্মবিশ্বাসটা আমাদের সঙ্গে থাকবে।’’

Entertainment