Monday, December 1, 2025
spot_img
26.6 C
West Bengal

Latest Update

Samantha Ruth Prabhu

Samantha Ruth Prabhu | দ্বিতীয় বার বিয়ে করলেন সমান্থা

Follow us on :

ওয়েব ডেস্ক: গোপনে ‘দ্বিতীয়’ বিয়ে সেরে ফেললেন দক্ষিণী তারকা সমান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) এবং পরিচালক-প্রযোজক রাজ নিদিমোরু। আর এতেই নেটমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। আগে কখনও তাঁদের অতীত সম্পর্ক, কখনও রাজের প্রথম স্ত্রী শ্যামলীর কটাক্ষ—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন দু’জনেই। এ বার নাকি প্রশ্নের মুখে তাঁদের বয়সের পার্থক্য!

এই প্রজন্মের বহু দর্শকের মতে, নবদম্পতির বয়সের ফারাক নাকি “অস্বাভাবিকভাবে বেশি”! সমান্থা-রাজের নতুন অধ্যায় সামনে আসতেই আবারও তাঁদের নিয়ে নানা মন্তব্য উড়ে আসছে নেটমাধ্যমে।

ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৮৭ সালের ২৮ এপ্রিল চেন্নাইয়ে জন্ম সমান্থার। বর্তমান বয়স ৩৮। অন্য দিকে, রাজের জন্ম ১৯৭৯ সালের ৪ আগস্ট, অর্থাৎ বয়স ৪৬। প্রায় আট বছরের এই পার্থক্য নিয়েই চলছে নতুন বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন—এই বয়সের ফারাকই কি তাঁদের সম্পর্কে নতুন দৃঢ়তা এনেছে? এ কি তাঁদের ছাঁদনাতলায় পৌঁছোনোর অন্যতম কারণ?

সমান্থা ও রাজ ২০২২ সালে প্রকাশ্যে স্বীকার করেন তাঁদের সম্পর্কে থাকার কথা। শোনা যায়, তার অনেক আগে থেকেই তাঁরা পরস্পরকে চিনতেন। প্রায় তিন বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন দু’জন। খবর, ১ ডিসেম্বর সপ্তাহের প্রথম দিন লিঙ্গ ভৈরবী মন্দিরে অত্যন্ত ঘনিষ্ঠ পরিসরে বিয়ে সারেন তাঁরা। উপস্থিত ছিলেন দুই পরিবারের মোট ত্রিশ জন আমন্ত্রিত অতিথি।

নেটিজেনদের চর্চা চলছে, তবে নবদম্পতি আপাতত নিজেদের নতুন পথচলাতেই ব্যস্ত।

Entertainment