কলকাতা: কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের ক্ষত এখনও শুকোয়নি, তারই মধ্যে ফের আরও একটি রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চণ্ডীগঢ় থেকে ডিব্রুগঢ়গামী ডিব্রুগঢ় এক্সপ্রেসের অন্তত ১০-১২টি কামরা লাইনচ্যূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের একটি বাতানুকুল কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
Another train mishap….Dibrugarh Express (going from Chandigarh to Dibrugarh) somewhere between Gonda and Basti in Uttar Pradesh… pic.twitter.com/T4yiiH8FZ3
— NIVEDITA SINGH (@niveditasingh__) July 18, 2024