Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

Dibrugarh Express Accident

ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, ১২টি কামরা বেলাইন ডিব্রুগড় এক্সপ্রেসের!

উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

Follow us on :

কলকাতা: কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের ক্ষত এখনও শুকোয়নি, তারই মধ্যে ফের আরও একটি রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চণ্ডীগঢ় থেকে ডিব্রুগঢ়গামী ডিব্রুগঢ় এক্সপ্রেসের অন্তত ১০-১২টি কামরা লাইনচ্যূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের একটি বাতানুকুল কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

Entertainment