Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Shah Rukh Khan

Shah Rukh Khan | শাহরুখের জিভ কেটে আনলে ১ লক্ষ টাকা পুরস্কার! হিন্দু মহাসভার নেত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক

Follow us on :

ওয়েব ডেস্ক: বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে মিনি নিলাম থেকে কিনে নেওয়ার পর থেকেই বিতর্ক ঘনিয়েছে শাহরুখ খানকে (Shah Rukh Khan) ঘিরে। কলকাতা নাইট রাইডার্সের মালিককে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। এবার তাঁর জিভ কেটে আনার নিদান দিলেন অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আগ্রার জেলা সভাপতি মীরা রাঠোর! এনে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

তাঁকে বলতে শোনা গিয়েছে, ”বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের পুড়িয়ে মারা হয়েছে, আর এই লোকটি ওদের কিনে এনে স্থানীয়দের খাওয়াচ্ছেন। আজ আমি ওঁর মুখে কালি মাখিয়ে জুতোপেটা করেছি। আমাদের ভাইদের সঙ্গে এমনটা হলে আমরা কাউকে ছাড়ব না। আমাদের ভাইদের সঙ্গে যা হচ্ছে তা অন্যায়। যে ওঁর জিভ কেটে আমাদের এনে দেবে, তাকে আমরা ১,০০,০০০ টাকা নগদ পুরস্কার দেব।” তিনি শাহরুখের ছবিতে কালি মাখিয়ে জুতোপেটা করেছেন বলেও জানাচ্ছেন ওই নেত্রী।

শাহরুখ খানকে ঘিরে এ ধরনের মন্তব্য এই প্রথম নয়। এর আগেও গল্পকার দেবকী নন্দন ঠাকুর এবং বিজেপি নেতা সঙ্গীত সোম অভিনেতার সমালোচনা করেছিলেন। সঙ্গীত সোম তাঁকে দেশদ্রোহী বলেও আখ্যা দিয়েছিলেন। যদিও বিজেপি বা অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এখনও এই মন্তব্যগুলির বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Entertainment