ওয়েব ডেস্ক: সলমন খানের পরে এ বার শাহরুখ খান (Shah Rukh Khan)। রায়পুর থেকে খুনের হুমকি পেলেন এসআরকে। জানা গিয়েছে, ফইজান নামে এক ব্যক্তির তরফে এই হুমকি ফোন আসে। ঘটনার পরে মুম্বই পুলিশ একটি মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিয়োগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। সূত্রে খবর, ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে মুম্বই পুলিশ।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে অক্টোবর মাসে খুনের হুমকি এসেছিল শাহরুখের কাছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি সফল হওয়ার পরের ঘটনা এটি। ঘটনার পরে মুম্বই পুলিশ শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। ২৪ ঘণ্টা তাঁর পাশে ছিলেন ৬ জন স্বশস্ত্র নিরাপত্তারক্ষী।