ওয়েব ডেস্ক: এবার প্রকাশ্যে এল ‘বহুরূপী’ (Bohurupi)-র দ্বিতীয় ঝলক। বাংলার বুকে এ যেন এক চোর পুলিশ খেলার গল্প। গোটা ঝলক ধরেই রয়েছে পুলিশের একাধিক চেজিং সিকোয়েন্স ও অ্যাকশন দৃশ্য। পাশাপাশি হাসি মুখে শিবপ্রসাদের ব্যাঙ্ক ডাকাতির দৃশ্য মনে করিয়ে দেয় বব বিশ্বাসের কথা। কৌশানীর সঙ্গে বিয়ের দৃশ্যও নজর কেড়েছে। শিবপ্রসাদের একাধিক ছদ্মবেশও এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে। ছবির আবহও বেশ মনে ধরার মতোই।
আর দ্বিতীয় ঝলকেও নজর কাড়লেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। একের পর এক জমাাটি চেজিংয়ের দৃশ্য থেকে শুরু করে কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) সঙ্গে শিবপ্রসাদের রসায়ন নজর কাড়ল নতুন ট্রেলারে। আবিরের সঙ্গে ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-র রসায়নও নজর কাড়ল।
View this post on Instagram