স্পোর্টস ডেস্ক: আদৌ প্রথম একাদশে সুযোগ পাবেন শুভমন গিল (Shubman Gill)? এই প্রশ্নটা কিছুদিন আগে পর্যন্ত উঠছিল। এমনকী বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূণ্য করায় সেই সম্ভাবনা আরও প্রবল হল বলে জল্পনা শুরু হয়েছিল। তবে এবার সেই জল্পনায় ইতি। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংস অনবদ্য অপরাজিত ১১৯ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিলেন, তিনিই টেস্ট স্কোয়াডের যোগ্য দাবিদার। শুধু তাই নয় এই সেঞ্চুরির সুবাদে নয়া রেকর্ডও গড়ে ফেললেন শুভমন গিল। এবার দেখে নেওয়া যাক কী কী রেকর্ড গড়লেন গিল-
১) বিগত ৫০ বছরে মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবেই প্রথম ইনিংসে শূন্য রানের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন গিল।
২) বাংলাদেশের বিরুদ্ধে এর আগে টেস্ট ইতিহাসে আর কেউ কোনওদিন প্রথম ইনিংসে শূন্যর পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেননি। গিলই প্রথম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব গড়লেন।
৩) গিলের এই শতরানের ইনিংসের সুবাদে দুই মহাতারকা ব্যাটারের রেকর্ডেও ভাগ বসালেন। চিপকে এর আগে একমাত্র ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরির করার কৃতিত্ব ছিল রাহুল দ্রাবিড়ের দখলে। তবে এবার থেকে গিলের দখলেও সেই কৃতিত্ব থাকবে।
৪) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর মালিক বর্তমানে গিল। এতদিন পর্যন্ত যুগ্মভাবে কোহলি, মায়াঙ্ক আগরওয়ালদের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় ছিলেন তারকা ভারতীয় টপ অর্ডার ব্যাটার। তবে পঞ্চম সেঞ্চুরিতে কোহলিকে পিছনে ফেলে দিলেন তিনি। একমাত্র নয় সেঞ্চুরি করা রোহিতই গিলের থেকে এই তালিকায় এগিয়ে রয়েছেন।
অপরদিকে, এদিন ঋষভ পন্থও এদিন শতরান করেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট চারটি সেঞ্চুরি করে কোহলিদের সঙ্গে এখন ভারতীয় হিসাবে এই তালিকায় যুগ্মভাবে তৃতীয়।
Skilful Gill rose to the occasion with a superb TON 👏👏
📽️ Relive his 5th Test Hundred 🔽#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) September 21, 2024