Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Sidharth Malhotra - Kiara Advani

Sidharth Malhotra | Kiara Advani | সিদ্ধার্থ-কিয়ারা ‘রাজকন্যে’র নাম কী রাখলেন?

Follow us on :

ওয়েব ডেস্ক: শুক্রবার মানেই তারকাদের কাছে যেন উৎসবের দিন। বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির (Sidharth Malhotra – Kiara Advani) ক্ষেত্রেও গত ২৮ নভেম্বরের শুক্রবারটি হয়ে রইল স্মরণীয়। কোনও ছবির মুক্তি নয়—মা–বাবা হিসেবে জীবনের বিশেষ অধ্যায়কে উদ্‌যাপন করতেই দিনটি তাঁদের কাছে হয়ে উঠল ‘বিগ ফ্রাইডে’। জুলাইয়ের এক শুক্রবার—১৮ জুলাই—শিশুকন্যাকে নিয়ে গৃহপ্রবেশ করেছিলেন তাঁরা। আর এবার সেই শুক্রবারেই জানালেন মেয়ের নাম, সঙ্গে শেয়ার করলেন প্রথম ঝলক।

পাঁচ মাস বয়স হতেই কন্যাসন্তানের নাম ঘোষণা করলেন সিড–কিয়ারা। ছবিতেও ছিল চমক—যে ছোট্ট মোজা হাতে নিয়ে ‘নতুন ইনিংস’ শুরুর কথা জানিয়েছিলেন দম্পতি, সেই একই মোজাই এবার পরানো হয়েছে একরত্তির কোমল পায়ে। দম্পতির হাতের তালুতে মেলে ধরা ছিল ফুটফুটে রাজকন্যার তুলতুলে পায়ের ছাপ।

নিজেদের নামের সঙ্গেও মিল রেখে সিদ্ধার্থ–কিয়ারা মেয়ের নাম রেখেছেন সারায়া মালহোত্রা। জানা গিয়েছে, হিব্রু শব্দ ‘সারাহ’ থেকে অনুপ্রাণিত হয়ে এই নাম বেছে নিয়েছেন তাঁরা। অর্থ—‘ঈশ্বরের আশীর্বাদধন্যা রাজকন্যে’।

গত ১৫ জুলাই জন্ম নেয় এই কন্যাসন্তান—সারায়া। বয়স এখন পাঁচ মাস। ছয় মাস পূর্ণ হওয়ার আগেই নাম প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন এই তারকা দম্পতি। বলিউডের নানা তারকা—করণ জোহর, আথিয়া শেট্টি, বরুণ ধাওয়ান, মণীশ মালহোত্রা থেকে রাজকুমার রাও–পত্রলেখা—সকলেই ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সদ্য প্রকাশিত এই পোস্টকে।

Entertainment