Friday, January 9, 2026
spot_img
14.1 C
West Bengal

Latest Update

Sonu Nigam washes Asha Bhosle's feet

সোনু নিগম পা ধুয়ে দিলেন আশা ভোঁসলের!

আশা ভোঁসলের পা গোলাপ জলে ধুয়ে দিলেন সোনু নিগম

Follow us on :

মুম্বই: আশা ভোঁসলের জীবনী বই প্রকাশ অনুষ্ঠানে অভিনব কায়দায় আশা ভোঁসলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন সোনু নিগম (Sonu Nigam)। মঞ্চে আশা ভোঁসলের পা গোলাপ জলে ধুয়ে দিলেন গায়ক। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চে আশা ভোঁসলের পায়ের কাছে বসে আছেন সোনু। প্রথমেই বর্ষীয়ান গায়িকার পায়ে চুম্বন করেন। এর পরে তাঁর দু’পা গোলাপ জল দিয়ে নিজে হাতে করে ধুয়ে দেন গায়ক। সোনুর ভক্তিপ্রকাশের এই ধরন দেখে মুগ্ধ হয়েছেন নেটাগরিকরা।

 

Entertainment