ওয়েব ডেস্ক: গত বছরের শেষ কয়েক মাসে ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জেরে হেনস্থার অভিযোগে বারবার শিরোনামে এসেছেন বাংলার মানুষজন। অভিযোগ, বাংলা বললেই তাঁদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে। এই ইস্যুতে লাগাতার সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল। এবার উত্তরপ্রদেশের একটি ঘটনা ঘিরে ফের বিতর্ক তুঙ্গে। যদিও গোটা ঘটনার কেন্দ্রে রয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও, যার সত্যতা যাচাই করেনি নিউজ ওয়ান বাংলা ডট ইন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন পুলিশ বস্তি এলাকায় গিয়ে সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন—তাঁরা বাংলাদেশি কি না। এরপর তাঁদের পিঠে একটি যন্ত্র ঠেকিয়ে পুলিশকে বলতে শোনা যায়, “মেশিন তো বলছে বাংলাদেশি।” যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন, তাঁরা বিহারের বাসিন্দা। তবুও পুলিশের বক্তব্য, “মেশিন বলছে বাংলাদেশি।” ভিডিওতে এক পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, তাঁদের কাছে এমন যন্ত্র রয়েছে, যা দিয়ে পিঠে স্ক্যান করলেই নাকি বোঝা যায় কেউ বাংলাদেশি কি না। একই সঙ্গে সাধারণ মানুষকে মিথ্যে না বলার সতর্কবার্তাও দিতে শোনা যায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ওয়ান বাংলা ডট ইন।
“Put the machine on the person’s back. This machine shows you are from Bagladesh”
UP Police in Ghaziabad is roaming around with a “machine” that can detect your nationality. Here the cop could be seen putting a mobile on a person’s back. “This show you are from Bangladesh,” cop… pic.twitter.com/VtFURMx1NR
— Piyush Rai (@Benarasiyaa) January 1, 2026
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। যদিও সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ। যোগী রাজ্যের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই তথাকথিত ওই ‘প্রযুক্তি’ নিয়েও নানা কটাক্ষ শুরু হয়েছে। নেটপাড়ায় পুলিশের বক্তব্য শুনে রীতিমতো হাসির রোল উঠেছে।




