Thursday, January 22, 2026
spot_img
15.7 C
West Bengal

Latest Update

Sunita Williams

Sunita Williams | পৃথিবীতে কবে ফিরছেন সুনীতারা? দেখুন বিরাট আপডেট

Follow us on :

ওয়েব ডেস্ক: সুনীতারা যে যানে করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন, সেটি বিগড়ে যাওয়ায় গত জুন মাস থেকে আইএসএসে আটকে রয়েছেন। এ বার তাঁদের ফেরাতে শুরু হল অভিযান। মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সহযোগী বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে রওনা হচ্ছে নাসা এবং স্পেসক্রাফটের মহাকাশযান।

২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সুনীতাদের ফেরাতে অভিযান শুরু হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় হেলেনের কারণে ফ্লরিডায় আবহাওয়া খুব খারাপ ছিল। সেই কারণে মহাকাশে পাড়ি দিতে পারেনি নাসা এবং স্পেসক্রাফটের মহাকাশযান। নাসার তরফে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ অভিযানের জন্য ‘ফ্যালকন ৯’ রকেট এবং ড্রাগন মহাকাশযান প্রস্তুত রয়েছে।

Entertainment