ওয়েব ডেস্ক: এডসের মতো রোগ নিয়ন্ত্রণে প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা—এই বার্তাকেই সামনে রেখে বিশ্ব এডস দিবসে ভিন্নধর্মী পোশাকে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী সানি লিওনি (Sunny Leone) ও মলাইকা অরোরা (Malaika Arora)। সোমবার একটি বিশেষ ফ্যাশন শো-কে কেন্দ্র করে তাঁদের পোশাক নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বিশ্ব এডস দিবস উপলক্ষে বলিউড ডিজাইনার অ্যাশলি রেবেলোর আয়োজিত ওই ফ্যাশন শো-তে প্রথমেই র্যাম্পে হাঁটেন সানি লিওনি। রুপালি মেটালিক টপ ও হট পিঙ্ক বেলুন স্কার্টে র্যাম্পের মাঝপথে এসে উপস্থিত হন তিনি। মাথা ঢেকে থাকা রুপালি চেনের ওড়নাটি একইসঙ্গে নেকলেসের মতোও কাজ করছিল। পিছনে গোড়ালি ছোঁয়া আর সামনে উরুর ওপরে এসে থেমে যাওয়া অ্যাসিমেট্রিক্যাল বেলুন স্কার্টটি দিয়েই নাটকীয় প্রবেশ ঘটে সানির।
তারপর হঠাৎই র্যাম্পের মাঝখানে দাঁড়িয়ে স্কার্টটি খুলে ফেলেন অভিনেত্রী। দেখা যায়, এর নিচে তিনি পরে আছেন মেটালিক মিনিস্কার্ট, যার চারদিকে ঝোলানো রুপালি বরফির মতো নকশাগুলো আসলে সার দেওয়া কন্ডোমের প্যাকেট। স্পষ্ট হয়ে যায় শো-র মূল বার্তা—এডস প্রতিরোধে শুধুমাত্র বাহ্যিক চাকচিক্য নয়, সচেতনতা ও সুরক্ষাই সবচেয়ে জরুরি।
ফ্যাশন শো শুরু হয়েছিল সানির সাহসী বার্তায়, আর শেষ হয় মলাইকা অরোরার উপস্থিতিতে। গাঢ় লাল বডি-হাগিং পোশাকে র্যাম্পে আসেন মলাইকা—লাল রং যে প্রেম ও ভালোবাসার প্রতীক, তা মনে করিয়ে দিয়েই। তবে আলোচনার কেন্দ্রে ছিল তাঁর পরা ওভারকোটটি, যার উপর সাজানো ছিল ‘রেড রিবন’—এডস সচেতনতার আন্তর্জাতিক প্রতীক।
দুই বলিউড অভিনেত্রীর পোশাকের নকশায় লুকিয়ে থাকা সামাজিক বার্তা ও তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফ্যাশনপ্রেমী ও দর্শকরা।




