Friday, January 9, 2026
spot_img
23.6 C
West Bengal

Latest Update

Tilak Varma

Tilak Varma | অস্ত্রোপচারের পর কী বললেন তিলক?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: অস্ত্রোপচারের পর ভক্তদের আশ্বস্ত করলেন তিলক বর্মা (Tilak Varma)। গত বুধবার তলপেটে তীব্র ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হয় ভারতীয় অলরাউন্ডার তিলক বর্মাকে। পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি ‘টেস্টিকুলার টরশন’-এ আক্রান্ত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিক্যাল টিমের পরামর্শে দ্রুত অস্ত্রোপচার করা হয় তিলকের তলপেটে।

এই অসুস্থতার জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিলকের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি খেলতে পারবেন না। যদিও তাঁর পরিবর্ত হিসাবে এখনও কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বোর্ড।

তবে অস্ত্রোপচারের পরেই ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করেছেন তিলক। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি হাসিমুখের ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে হাতের আঙুল দিয়ে ‘ভি’ বা ‘ভিকট্রি’ চিহ্ন দেখাতে দেখা যায় তাঁকে। সেই ছবির সঙ্গে তিলক লেখেন, “আপনাদের অফুরন্ত ভালবাসার জন্য ধন্যবাদ। আমি ধীরে ধীরে সেরে উঠছি। আপনাদের ধারণার থেকেও দ্রুত মাঠে ফিরবই।” তাঁর এই বার্তা থেকেই ইঙ্গিত মিলছে, নিউজিল্যান্ড সিরিজের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন এবং বিশ্বকাপেও খেলার সম্ভাবনা রয়েছে।

চিকিৎসকদের মতে, ‘টেস্টিকুলার টরশন’-এর ফলে অণ্ডকোষে রক্তের প্রবাহ বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে দ্রুত অস্ত্রোপচার না করলে অণ্ডকোষ বাঁচানো সম্ভব নয়। সেই কারণেই তিলকের ক্ষেত্রে তৎক্ষণাৎ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, বর্তমানে তিলকের শারীরিক অবস্থা স্থিতিশীল। শুক্রবার তিনি রাজকোট থেকে হায়দরাবাদে ফিরবেন। পুরোপুরি সুস্থ হওয়ার পর তাঁর রিহ্যাবিলিটেশন পর্ব শুরু হবে। তার পর অনুশীলনে ফিরবেন তিনি। বোর্ডের মেডিক্যাল টিম সমস্ত দিক খতিয়ে দেখার পরই তাঁকে ম্যাচ খেলার ছাড়পত্র দেবে।

হায়দরাবাদের হয়ে বিজয় হজারে ট্রফি খেলতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিলক। সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। বোর্ডের আশা, এই সময়ের মধ্যেই তিনি আবার খেলার মতো ফিট হয়ে উঠবেন।

Entertainment