Thursday, December 4, 2025
spot_img
20 C
West Bengal

Latest Update

TMC MLA Humayun Kabir

TMC MLA Humayun Kabir | সাসপেন্ড হুমায়ুন কবীর, নিজের দল তৈরির হুঁশিয়ারি

Follow us on :

ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেস থেকে নিলম্বিত হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (TMC MLA Humayun Kabir)। বৃহস্পতিবার কলকাতার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে তাঁর সাসপেনশনের ঘোষণা করেন কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার দুই নেতা—রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান এবং হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। তাঁরা দু’জনেই দলের সিদ্ধান্তকে ‘যথার্থ’ বলে ব্যাখ্যা করেন।

তবে হুমায়ুন কবীর দাবি করেছেন, সাসপেনশন সংক্রান্ত কোনও চিঠি তিনি এখনও পাননি। দল জানিয়ে দিয়েছে, আর কোনও সম্পর্ক রাখা হবে না তাঁর সঙ্গে। কিন্তু হুমায়ুনের বক্তব্য, ‘‘আমি এখনও কোনও চিঠি পাইনি। সঠিক না জেনে কোনও মন্তব্য করব না। অপেক্ষা করুন, অনেক কিছু বলার আছে।’’

বেলডাঙায় ৬ ডিসেম্বর বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন। বাবরি মসজিদ ধ্বংসের দিন ওই মসজিদ প্রতিষ্ঠার দিন হিসাবে বেছে নেওয়ায় বিস্তর আপত্তি রয়েছে তৃণমূল নেতৃত্বের। যে কারণে প্রথম থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু নিজের অবস্থানে অনড় হুমায়ুন। দলকে বুঝিয়েছিলেন, কোন অবস্থাতেই তিনি বাবরি মসজিদ নির্মাণ থেকে সরবেন না। নিজের সেই অনড় অবস্থানের কারণেই তাঁকে শেষ পর্যন্ত তৃণমূল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের শাসকদল। তবে এমন ঘোষণা প্রসঙ্গে হুমায়ুন বলছেন, ‘‘আমি এখনও কোনও চিঠি পাইনি। সঠিক না জেনে কোনও মন্তব্য করব না। অপেক্ষা করুন, অনেক কিছু বলার আছে।’’ সঙ্গে জুড়ে দেন, ‘‘আগামিকাল শুক্রবার কিংবা সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেব। আমাকে চক্রান্ত করে সাসপেন্ড করা হয়েছে। ৬ তারিখের কর্মসূচি অপরিবর্তিত থাকছে।’’

সাসপেনশনের ঘোষণার পর হুমায়ুন আরও জানান, ‘‘আগামিকাল শুক্রবার কিংবা সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেব। আমাকে চক্রান্ত করে সাসপেন্ড করা হয়েছে। ৬ তারিখের কর্মসূচি অপরিবর্তিত থাকছে।’’

এছাড়া তিনি ২২ ডিসেম্বর নতুন দল গঠনের ঘোষণা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

Entertainment