Friday, March 14, 2025
spot_img
22.2 C
West Bengal

Latest Update

Lok Sabha Election Result 2024

TMC | বাংলার আকাশের রং সবুজ বিপুল জয় তৃণমূলের

৪২টি আসনের মধ্যে ২৯টি আসন জিতল তৃণমূল

Follow us on :

কলকাতা: বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছিল, বাংলায় তৃণমূল (TMC) কংগ্রেসের থেকে বেশি আসন পাবে বিজেপি। যা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই মিলল। বাংলায় সবুজ ঝড় অব্যাহত। ৪২টি আসনের মধ্যে ২৯টি আসন জিতল তৃণমূল। বিজেপি থামল ১২টিতে। আর কংগ্রেসের দখলে মাত্র ১টি আসন। হারতে হয়েছে অধীর চৌধুরির মতো নেতাকেও।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে (LokSabha Election 2024) পশ্চিমবঙ্গে দুর্দান্ত ফল করেছিল বিজেপি। সেবার ১৮টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। রাজ্যের শাসকদল তৃণমূল গত লোকসভা নির্বাচনে পেয়েছিল ২২টি আসন। এবারে নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ডেলি প্যাসেঞ্জারি করেও ব্যর্থ।

অন্যদিকে, তৃণমূলের মাস্টারস্ট্রোক কাজে লেগে গেল। বাংলায় তৃণমূলের জয়ের মূল কারণ, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দেওয়া। অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভোটের মুখে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। তফসিলি জাতি ও জনজাতিদের ক্ষেত্রে ১০০০ টাকা থেকে বেড়ে হয় ১২০০ টাকা। এর প্রভাবও ভোট বাক্স সরাসরি পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রচারে নেমে তৃণমূলের নেতামন্ত্রীরা বারবার কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরেছেন। মানুষকে বুঝিয়েছেন, কেন্দ্র ১০০ দিনের টাকা আটকে রেখেছে। অভিষেকের দিল্লি থেকে ধর্মতলায় ধরনা, সবকিছরই প্রভাব পড়েছে ভোট বাক্সে। ঘাটাল মাস্টাক প্ল্যান বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। সব শেষে সন্দেশখালির স্টিং অপারেশনের ভাইরাল হওয়া ভিডিও কয়েকগুণ ভরিয়ে দিয়েছে তৃণমূলের ভোটবাক্স।

Entertainment