Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Train Ticket Price

Train Ticket Price | সুখবর! নতুন বছরের শুরুতেই ট্রেন যাত্রীদের জন্য বড় ছাড়

Follow us on :

ওয়েব ডেস্ক: নতুন বছরের শুরুতেই ট্রেনযাত্রীদের জন্য বড়সড় স্বস্তির খবর দিল ভারতীয় রেল। দৈনন্দিন যাত্রী থেকে শুরু করে স্বল্প দূরত্বে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে ডিজিটাল টিকিট বুকিংকে আরও উৎসাহিত করতে বিশেষ ছাড়ের (Train Ticket Price) ঘোষণা করল রেলওয়ে। আগামী ১৪ জানুয়ারি থেকে ট্রেনের টিকিট বুকিংয়ে যাত্রীরা সরাসরি ছাড়ের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে রেলের তরফে।

রেল সূত্রে জানা গেছে, এই ছাড় ক্যাশব্যাক নয়, বরং টিকিটের মূল দামের উপর সরাসরি প্রযোজ্য হবে। তবে এই সুবিধা সকলের জন্য নয়। নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমেই এই ছাড় মিলবে। ফলে যাত্রীদের জন্য কোথায় এবং কীভাবে এই সুবিধা পাওয়া যাবে, তা জেনে নেওয়া জরুরি বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।

রেলওয়ে জানিয়েছে, ১৪ জানুয়ারি থেকে ১৪ জুলাই, ২০২৬ পর্যন্ত RailOne অ্যাপ ব্যবহার করে বুক করা অসংরক্ষিত (Unreserved) টিকিটে ৩ শতাংশ সরাসরি ছাড় দেওয়া হবে। এই ছাড় পেতে হলে যাত্রীদের UPI, ডেবিট কার্ড বা অন্যান্য ডিজিটাল পেমেন্ট পদ্ধতির মাধ্যমে অর্থপ্রদান করতে হবে। উল্লেখযোগ্যভাবে, আগে যেখানে শুধুমাত্র R-Wallet ব্যবহার করলে ৩ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হত, সেখানে নতুন ব্যবস্থায় টিকিটের দামের উপরই সরাসরি ছাড় মিলবে।

রেল আধিকারিকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল আরও বেশি সংখ্যক যাত্রীকে ডিজিটাল টিকিট বুকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। তবে স্পষ্ট করে জানানো হয়েছে, এই ছাড়ের সুবিধা শুধুমাত্র RailOne অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অন্য কোনও অ্যাপ বা প্ল্যাটফর্মে এই সুবিধা প্রযোজ্য হবে না।

RailOne অ্যাপের মাধ্যমে অসংরক্ষিত টিকিট বুক করার প্রক্রিয়াও বেশ সহজ। যাত্রীদের প্রথমে মোবাইলে RailOne অ্যাপ ডাউনলোড করে IRCTC বা UTS আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর হোম স্ক্রিন থেকে ‘Unreserved’ বা ‘UTS’ বিকল্প নির্বাচন করে যাত্রার শুরুর ও গন্তব্য স্টেশন বেছে নিতে হবে। এরপর টিকিটের ধরন ও শ্রেণি নির্বাচন করে যাত্রীর বিবরণ পূরণ করতে হবে। সমস্ত তথ্য যাচাই করে ‘টিকিট বুক করুন’ অপশনে ক্লিক করলেই অর্থপ্রদানের ধাপে পৌঁছনো যাবে। বুকিং সম্পন্ন হলে একটি QR কোড-সহ ডিজিটাল টিকিট তৈরি হবে, যা যাত্রার সময় বৈধ টিকিট হিসেবেই গণ্য হবে।

নতুন এই ব্যবস্থায় যাত্রীদের যেমন খরচ কমবে, তেমনই রেলের ডিজিটাল পরিষেবাও আরও জনপ্রিয় হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Entertainment