নয়াদিল্লি: আজ অর্থাৎ শনিবার সংসদে বাজেট (Union Budget 2025-26) পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা অষ্টম বারের জন্য বাজেট বক্তৃতা করছেন তিনি। নরেন্দ্র মোদি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে তাঁর সরকার। গত বছর তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার পর থেকে এই নিয়ে দ্বিতীয় বার সংসদে বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ।
গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। এই কাঠামো অনুযায়ী, বার্ষিক তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হয় না কোনও কর। বছরে আয়ের পরিমাণ তিন থেকে সাত লক্ষ টাকা হলে কর ধার্য হয় পাঁচ শতাংশ।
নতুন কর কাঠামো অনুযায়ী, সাত থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০ শতাংশ কর ধার্য করেছে কেন্দ্র। ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ এবং ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে দিতে হচ্ছে ৩০ শতাংশ কর।
পুরনো কর কাঠামোর ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা পর্যন্ত দিতে হয় না কোনও কর। এর পর আড়াই লাখ থেকে পাঁচ লক্ষ টাকার পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে আড়াই লাখের উপরে পাঁচ শতাংশ করে ধার্য রয়েছে কর। পাঁচ লক্ষ এক টাকা থেকে ১০ লক্ষ পর্যন্ত করের পরিমাণ ১২,৫০০ টাকা ও ১০ লক্ষের উপরে ২০ শতাংশ রেখেছে সরকার। ১০ লক্ষ এক টাকা থেকে ৫০ লাখ পর্যন্ত কর দিতে হচ্ছে ১ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা ও ১০ লাখের উপরে ৩০ শতাংশ। ৫০ লাখের উপরেও একই নিয়মে দিতে হয় কর।
এ দিন বাজেট বক্তৃতার শেষের দিকে নতুন আয়কর বিল প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘এতে নিয়ম অনেক সহজ করা হবে।’’ তবে দু’টি কর কাঠামো রাখা হবে কিনা, তা স্পষ্ট করেননি তিনি।
নজর মধ্যবিত্তের দিকে, বাজেট পেশের শুরুতেই বললেন অর্থমন্ত্রী নির্মলা। সংসদে বিরোধীদের তুমুল হট্টগোল। তাঁর কথায়, ‘‘সবার উন্নয়নই আমাদের লক্ষ্য। বিশ্বে দ্রুতগতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি।’’
অন্যদিকে, নির্মলা বলেন, ‘‘বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে। কৃষক, নারী, ক্ষুদ্রশিল্পে গুরুত্ব দেওয়া হবে। ৭০ শতাংশ মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, সে দিকে নজর দেওয়া হবে। আমাদের কাছে আগামী পাঁচ বছর উন্নয়নের সুযোগ রয়েছে।’’ অর্থমন্ত্রী জানিয়েছেন। বিদ্যুৎ, কৃষি এবং ক্ষুদ্রশিল্প-সহ ছ’টি ক্ষেত্রে সংস্কার করা হবে। রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে উন্নয়নের কাজ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
বিহারে মাখনা বোর্ড তৈরি হবে বলেও নির্মলা জানালেন। তিনি আরও জানিয়েছেন, ধনধান্য যোজনার আওতায় ১.৭ কোটি কৃষককে সাহায্য করা হবে।
কিসান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি করা হবে। তিন লক্ষ থেকে বৃদ্ধি করে তা পাঁচ লক্ষ করা হবে। মৎস্যজীবীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন।
প্রথম উদ্যোগপতি পাঁচ লক্ষ তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি ভুক্ত মহিলারা দু’কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। বাজেট পেশ করার সময় ঘোষণা অর্থমন্ত্রীর।
আট কোটি মহিলা, এক কোটি সদ্য মা হওয়া মহিলা এবং ১৮ লক্ষ পড়ুয়াদের জন্য বিশেষ পুষ্টি প্রকল্পের ঘোষণা করলেন নির্মলা। সরকারি সেকেন্ডারি স্কুলগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা যুক্ত করা এবং আইআইটির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত।
মেডিক্যাল কলেজগুলিতে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার আসন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর। আগামী বছর বৃদ্ধি করা হবে ১০ হাজার আসন। পাশাপাশি, সমস্ত জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার তৈরির কথা জানালেন নির্মলা। ৩ বছরে মোট ২ হাজার ক্যানসার সেন্টার তৈরি হবে।
অর্থমন্ত্রী নির্মলা জানালেন, হকারদের জন্য ইউপিআই লিঙ্ক করা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে। শহর পুনর্নির্মাণের জন্য বরাদ্দ করা হবে এক লক্ষ কোটি। ছোট মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টারের জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা। ২০৩০ সালের মধ্যে ওই নিউক্লিয়ার রিয়্যাক্টারগুলি তৈরি করা হবে।
বিহারে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি। পাশাপাশি, সম্প্রসারিত হবে পটনা বিমানবন্দর। পটনা বিমানবন্দরের উন্নতির জন্য বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার মধ্যে বিহারে তিনটি নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা।
বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে।
৩৬টি জীবনদায়ী ওষুধে কর ছাড়ের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।