Friday, January 9, 2026
spot_img
10.4 C
West Bengal

Latest Update

‘২০-২৫ হাজার টাকা দিলেই বিয়ের জন্য মেয়ে পাওয়া যায়’! উত্তরাখণ্ডের মন্ত্রীর স্বামীর মন্তব্যে তুমুল বিতর্ক

Follow us on :

ওয়েব ডেস্ক: ২০–২৫ হাজার টাকা দিলেই বিয়ের জন্য বিহারের মেয়ে পাওয়া যাবে—উত্তরাখণ্ডের মন্ত্রী রেখা আর্যের স্বামীর এমন মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজ্যজুড়ে। ঘটনাচক্রে, রেখা আর্য নিজেই উত্তরাখণ্ড সরকারের মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী। সেই মন্ত্রীর স্বামীর মুখে মহিলাদের সম্পর্কে এ ধরনের মন্তব্যের পর ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

অভিযোগ, গত মাসে আলমোড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মন্ত্রীর স্বামী গিরিধারীলাল সাহু। সেখানেই তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। সম্প্রতি সেই বক্তব্যের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি নিউজ ওয়ান বাংলা ডট ইন

ভাইরাল ভিডিয়োতে সাহুকে বলতে শোনা যায়, “আপনি কি বুড়ো বয়সে বিয়ে করবেন? যদি বিয়ে করতে না পারেন, তা হলে আপনার বিয়ের জন্য বিহার থেকে মেয়ের ব্যবস্থা করে দেব। ২০–২৫ হাজার টাকা দিলেই মেয়ে পাওয়া যাবে।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।

চাপের মুখে পড়ে পরে একটি পৃথক ভিডিয়োবার্তায় গিরিধারীলাল সাহু দাবি করেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাঁর কথায়, তিনি আসলে এক বন্ধুর বিয়ের প্রসঙ্গে রসিকতা করে কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি ক্ষমা চেয়ে বলেন, “আমার মন্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তা হলে করজোড়ে তাঁদের কাছে ক্ষমা চাইছি।”

এদিকে, এই বিতর্কের প্রেক্ষিতে বিজেপিও বিষয়টি থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। দলের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, মহিলাদের সম্পর্কে এ ধরনের মন্তব্য সমর্থনযোগ্য নয়।

Entertainment