Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Vande Bharat Train

Vande Bharat Train | বন্দে ভারত ছুটল ১৮০ কিমি স্পিডে, ট্রেনের ভিতরে কী অবস্থা হল?

Follow us on :

ওয়েব ডেস্ক: ভারতের রেল প্রযুক্তিতে আরও এক বড় সাফল্য। দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত (Vande Bharat Train) সফলভাবে উতরে গেল ‘ওয়াটার টেস্ট’-এ। কোটা থেকে নাগদা সেকশনে ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার বেগে ছুটেও ট্রেনে রাখা গ্লাসের জল এক ফোঁটাও চলকে পড়েনি। এই পরীক্ষার ভিডিয়ো নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভিডিয়ো দেখে রীতিমতো অবাক নেটদুনিয়া।

রেলমন্ত্রীর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, জলভর্তি দুটি গ্লাসের উপর আরেকটি গ্লাস রাখা। ট্রেনের গতিবেগ মোবাইল স্ক্রিনে উঠে যাচ্ছে ঘণ্টায় ১৮২ কিলোমিটার। এত দ্রুতগতিতে ছুটেও গ্লাসের জল একটুও নড়েনি। এতে স্পষ্ট, বন্দে ভারত ট্রেনের অত্যাধুনিক প্রযুক্তি ও স্থিতিশীলতার মান কতটা উচ্চস্তরের।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে অশ্বিনী বৈষ্ণব লেখেন, “কমিশনার অব রেলওয়ে সেফটি আজ বন্দে ভারত স্লিপার ট্রেনের পরীক্ষা করলেন। কোটা–নাগদা সেকশনে ট্রেনটি ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে চলেছে। আমাদের ওয়াটার টেস্ট নতুন প্রজন্মের ট্রেনের আধুনিক প্রযুক্তিগত বৈশিষ্ট্যের প্রমাণ।”

উল্লেখ্য, বন্দে ভারত হল সেমি হাই স্পিড ট্রেন। এর সর্বোচ্চ নকশাগত গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার হলেও বর্তমানে সর্বোচ্চ অপারেটিং স্পিড রাখা হয়েছে ১৬০ কিলোমিটার। ট্র্যাকের অবস্থা, স্টপেজ এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ের উপর নির্ভর করে গতি নির্ধারিত হয়।

এবার বন্দে ভারতের নতুন সংস্করণ হিসেবে আসতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। ইতিমধ্যেই তার ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। রেল সূত্রে খবর, ২০২৬ সাল থেকেই এই ট্রেন পরিষেবায় যুক্ত হতে পারে। দীর্ঘ দূরত্বের রুটে যাতায়াতের জন্য বিশেষভাবে তৈরি এই স্লিপার ট্রেনে যাত্রীরা শুয়ে-বসে আরামে সফর করার সুযোগ পাবেন।

ওয়াটার টেস্টে সাফল্যের মাধ্যমে ফের একবার প্রমাণ হল, ভারতের রেল ব্যবস্থা দ্রুতগতির পাশাপাশি আরাম ও নিরাপত্তার ক্ষেত্রেও নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে।

Entertainment