Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Virat Kohli

Virat Kohli | নতুন বছরে কতবার ব্যাট হাতে মাঠে নামবেন কোহলি?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: গত বছরটা ক্রিকেটপ্রেমীদের জন্য স্মরণীয় হয়ে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) জন্য। আইপিএল থেকে শুরু করে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া লিগ—যেখানে খেলেছেন, সেখানে দাপট দেখিয়েছেন। সব কিছু ঠিক থাকলে নতুন বছরটাও তাঁর জন্য ভাল যেতে চলেছে। নতুন বছরের শুরুতেই অনেকবার মাঠে দেখা যাবে তাঁকে।

গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েও কোহলি বেঙ্গালুরুর হয়ে প্রথমবার আইপিএল জিতেছেন। বছরের শেষদিকে অস্ট্রেলিয়ায় এবং ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে রান করেছেন। ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘদিন পর খেলতে নেমে শতরান এবং অর্ধশতরান করেছেন তিনি।

নতুন বছরটি শুরু হতে পারে ঘরোয়া ক্রিকেট দিয়ে। ৬ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির হয়ে মাঠে নামবেন কোহলি। পরদিনই তাকে যোগ দিতে হবে ভারতীয় দলের শিবিরে। ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ।

এরপর কোহলিকে আইপিএলে দেখা যাবে। বেঙ্গালুরুর হয়ে আইপিএলে দলকে ধরে রাখার লড়াইয়ে নামবেন তিনি। এবার নিলামের কারণে পাশে পাবেন নতুন সতীর্থদের। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলার সুযোগ পাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

দেশের জার্সিতে কোহলিকে আবার দেখা যাবে জুনে। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। পরের মাসেই ভারতীয় দল ইংল্যান্ডে সফরে যাবে, যেখানে তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা।

বছরের শেষ দু’মাসে আবার ভারতীয় সমর্থকরা দেশের মাটিতে কোহলিকে দেখতে পাবেন। অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং নভেম্বর-ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুটি তিন ম্যাচের এক দিনের সিরিজ অনুষ্ঠিত হবে।

অর্থাৎ সব ঠিক থাকলে কোহলিকে দেশের জার্সিতে অন্তত ১৫টি ম্যাচে খেলতে দেখা যাবে। এছাড়া আইপিএলে অন্তত ১৪টি ম্যাচ খেলবেন কোহলি। নকআউট খেলে আরও বেশি ম্যাচে অংশ নিতে পারবেন তিনি।

Entertainment