Thursday, March 13, 2025
spot_img
36.9 C
West Bengal

Latest Update

Virat Kohli

Virat Kohli | কোহলির ‘বিরাট’ নজির, ভাঙলেন সচিনের রেকর্ড

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাট নজির গড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। দ্রুততম ২৭ হাজার রানের ঘরে ঢুকে পড়লেন কিং কোহলি। সঙ্গে ভেঙে দিলেন সচিন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড।

সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৬২৩ ইনিংসে ২৭ হাজার রানের নজির গড়েছিলেন সচিন তেণ্ডুলকর। কোহলি ২৯টি কম ইনিংস খেলেই নজির গড়লেন। সোমবার ৫৯৪তম ইনিংসে তিনি ২৭ হাজার রান করলেন।

উল্লেখ্য, সচিনের পাশাপাশি এই রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। ৩৪,৩৫৭ রান নিয়ে সবার উপরে রয়েছেন সচিন। দ্বিতীয় স্থানে থাকা সঙ্গকারার রয়েছে ২৮,০১৬ রান। তৃতীয় স্থানে থাকা পন্টিংয়ের রয়েছে ২৭,৪৮৩ রান।

Entertainment