ওয়েব ডেস্ক: সাফল্যের সঙ্গে এক বছর পার করল মধ্যমগ্রামের ভিভাসিটি মাল্টি স্পেশ্যালিটি হসপিটাল। নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড সংস্থার এই ইউনিটের শুরু থেকেই মন্ত্র ছিল ‘আপনার স্বাস্থ্য, আমাদের মিশন, সর্বদা’। হাসপাতালের চেয়ারম্যান ডাঃ প্রতিম সেনগুপ্ত জানালেন, নানাবিধ চ্যালেঞ্জ সত্ত্বেও ওই মন্ত্রেই সাফল্য পেয়েছে ভিভাসিটি। তাঁর প্রধান লক্ষ্য, আর্থিক সমস্যার কারণে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। এক বছর পার হওয়ার পর ডাঃ সেনগুপ্ত এও বলেন, তিনি চান এই হাসপাতাল যেন ২০০ বছর পরিষেবা দিতে পারে।
এক বছর পূর্তি উপলক্ষে তিনটি নতুন উদ্যোগ নিয়েছে ভিভাসিটি।
এক, ‘সম্পর্ক’ প্রোজেক্টের মাধ্যমে হাসপাতালের ২৫-৩০ কিমি দূরত্বের মধ্যে রোগীদের বাড়িতে বিনামূল্যে হেলথ চেকআপ এবং পরামর্শ দেবেন কর্মীরা।
দুই, আর্থিকভাবে দুর্বল মানুষদের প্রিভিলেজ কার্ড-এর মাধ্যমে মেডিক্যাল টেস্টে ছাড় এবং বিনামূল্য ওপিডিতে ডাক্তার দেখানো ও অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া হবে।
তিন, প্রোব বাংলাদেশ নামক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড। লক্ষ্য ওপার বাংলায় চিকিৎসা পরিকাঠামোর উন্নতি করা।