কলকাতা: পুজোর (Durga Puja Weather Update) আনন্দে ভাঁজ ফেলতে পারে আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, নবমীর (Nabami) দিন অর্থাৎ বুধবার থেকেই নিম্নচাপ শক্তিশালী রূপ নিতে চলেছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই (Durga Puja Weather Update)। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে দুর্গাপূজার ভিড় সামলাতে সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ (Weather Update)।কলকাতা ভ্রমণ প্যাকেজ
অন্যদিকে, আবহাওয়া দফতর সতর্ক করেছে, দশমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা প্রবল। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে।
দুর্গাপূজার সময়ে এমন আবহাওয়া আশঙ্কাজনক হলেও, সাধারণ মানুষকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে যাঁরা প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা করছেন, তাঁদের ছাতা ও রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূল এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।কলকাতা ভ্রমণ প্যাকেজ
অতএব, পুজোর আনন্দে ভিলেন হয়ে দাঁড়াতে পারে ঝড়-বৃষ্টি। পূজোপ্রেমীরা যদিও আকাশের মুখ চেয়ে থাকবেন, তবে শারদোৎসবের আবহ খানিকটা ম্লান হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।