Monday, September 29, 2025
spot_img
34.6 C
West Bengal

Latest Update

Weather Update

Weather Update | ৭ জেলায় হলুদ সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?

Follow us on :

ওয়েব ডেস্ক: একদিকে বৃষ্টি (Rain), অপরদিকে রয়েছে তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তি (Intense Wetness) । দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) চিত্রটা মোটামুটি কয়েকদিন ধরে এই রকম। আজও দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। সাত জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। এই জেলাগুলি হল পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর।

এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা। কলকাতায় আজ ও কাল বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়।

সক্রিয় আছে বর্ষা (Moonsoon)। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাব। হিমালয় সন্নিহিত এলাকা এবং মধ্য বাংলাদেশে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি– এই ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমগ্র উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা দেশের উত্তর‌ অঞ্চল ছেড়ে দক্ষিণে। পাটনা হয়ে বাঁকুড়া ও দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ–পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে উত্তরপ্রদেশ ও বিহারের উপরে। তার ফলেই অগাস্টের দ্বিতীয় সপ্তাহে বাংলাজুড়েই বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে।

দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।  বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গেই। সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। বৃহস্পতিবার ১৪ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন সপ্তাহে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।

Entertainment