কলকাতা: ফের সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস। আজ সকাল থেকে কলকাতার আকাশের মুখ ভার, রোদের দেখা নেই। কোথাও ঝিরিঝিরি ও কোথাও হালকা বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী আজ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত (Cyclone) । সেইসঙ্গে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ (Low Pressure)। এই দুইয়ের মিলিত প্রভাবেই সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, ট্রপিক্যাল স্টর্ম উইফা (Wipha) মঙ্গলবার আছড়ে পড়েছে উত্তর ভিয়েতনামে (North Vietnam) । তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় ওই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। এ ছাড়াও, অন্ধ্রপ্রদেশ, ছত্তীশগড় ও ঝাড়খণ্ডের উপর তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে। সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে। ফলে উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছ। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এবং বাঁকুড়ার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। অতি ভারী বৃষ্টির তাণ্ডব চলবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। ওই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি ১১টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
শনিবার বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে। রবিবারও ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বর্ষণের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে সতর্কতা না থাকলেও ঝড়বৃষ্টি চলবে। সোমবার বীরভূম ও মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসল, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
অপরদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের (North Bengal) সব জেলায় হলুদ সতর্কতা জারি আছে। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের ৪টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই চারটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বাকি ছ’টি জেলায় অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং রবিবার দার্জিলিং ও কালিম্পঙের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি আছে। সোম ও মঙ্গলে উত্তরবঙ্গের সব জেলার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।