কলকাতা: দক্ষিণবঙ্গে (Weather Update) এতদিনে বর্ষা শুরু হয়েছে। এমনকী ২-১টি জেলায় ভারী বৃষ্টিও হচ্ছে।
এরকম আবহাওয়া কেন?
ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে, সেই সঙ্গে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা থাকায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ-জুড়ে।
কতদিন বৃষ্টি চলবে?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ফের হাওয়া বদলের সম্ভাবনা। কমবে বৃষ্টি, ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া কেমন থাকবে?
কলকাতায় ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। শুক্র এবং শনিবার হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।