Wednesday, July 30, 2025
spot_img
27.1 C
West Bengal

Latest Update

Weather Update

Weather Update | ফের ঘূর্ণাবর্ত? ভাসবে কোন কোন জেলা?

Follow us on :

কলকাতা: মঙ্গলবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি (Heavy Rain Forecast)। কলকাতার বিভিন্ন অংশে জল জমে দুর্ভোগ। কাজের দিনে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। লাগাতার বৃষ্টিতে শহর কলকাতার বিস্তৃর্ণ এলাকা জলমগ্ন। হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত রয়েছে (Weather Update)। তার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি (Heavy Rain Forecast) হতে পারে।

বঙ্গের আকাশের দুর্যোগের ঘনঘটা। চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা! যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। একটানা ভারী বৃষ্টিতে বাড়বে নদীর জলস্তর। পার্বত্য এলাকায় নামতে পারে ধস। একটানা বৃষ্টি, কলকাতার বেশ কিছু জায়গা জলমগ্ন। বুধবার সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়েই রাস্তায় বেরিয়েছে স্কুল-কলেজের পড়ুয়া ও অফিসযাত্রীরা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টি জারি থাকবে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৫ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, মালদার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, কালিম্পঙের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ৫ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার,আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

Entertainment